দিক নির্ণয় করাঃ দিক নির্ণয় করতে পারেন? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চেনার উপায় জানা আছে? কম্পাসের সাহায্যে খুব সহজেই দিক চেনা যায়। কিন্তু কম্পাস ছাড়া দিক নির্ণয় করা নিশ্চয়ই এতটা সহজ নয়। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে পূর্ব দিক কোন দিকে? তাহলে আপনি এটা নিশ্চয়ই বলবেন যে দিকে সূর্য উঠে সে দিকেই পূর্ব দিক। এখন যদি আপনাকে দুপুরের সময় জিজ্ঞেস করা হয় যে পশ্চিম দিক কোন দিকে? তাহলে পশ্চিম দিক নির্ণয় করবেন কিভাবে? কিংবা এমন সময়ে নামাজের বা কেবলার দিক নির্ণয় করার প্রয়োজন হলে তখন হয়তো আপনি সূর্যের অবস্থান দেখে বলে দিতে পারবেন না।
হাতে কোনো ইন্সট্রুমেন্ট বা মোবাইল থাকলে অবশ্য সাথে সোথেই বের করে নিতে পারবেন। কিন্তু আপনি জানেন কি কোন ইন্সট্রুমেন্ট, মোবাইল বা কম্পাস ব্যবহার না করেই দিক চেনার উপায় রয়েছে। আমরা কোন কিছুর ছায়া দেখে দিক নির্ণয় করতে পারি।
যখন কম্পাস, ঘড়ির প্রচলন ছিলনা, তখন সাধারণ মানুষ ছায়া দেখেই দিক নির্ণয় করত। এমনকি অনেকে সময়ও বলে দিতে পারতো। আপনার দাদা-দাদী অথবা নানা-নানীর মাঝেই হয়তো এমন কেউ আছেন যিনি কোন কিছুর ছায়া দেখেই দিক নির্ণয় করে বলে দিতে পারেন।
এমনকি তারা যেকোন মূহূর্তে কয়টা বাজতে পারে, সেই সময়ও বলে দিতে পারে যদিও এটা বর্তমান আমাদের প্রজন্মের ছেলে-মেয়েদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। তবে যুগ যুগ ধরে মানুষজন আকাশের তারা, চন্দ্রের অবস্থান ইত্যাদি দেখেই দিক নির্ণয় করত।
কম্পাস ছাড়া দিক নির্ণয় করার উপায়
এখানে আমি দিক নির্ণয়ের ক্ষেত্রে কিছু নির্দেশনা তুলে ধরবো। তবে বলে রাখি, আপনি ঘরের ভিতরে কাজটি করতে পারবেন না। দ্বিতীয়ত, যদি সূর্য আকাশে দেখা না যায় তাহলে তাহলেও এই পদ্ধতিতে দিক নির্ণয় করা সম্ভব হবেনা। অর্থাৎ, ম্যানুয়ালি কম্পাস ছাড়া দিক বের করার জন্য আমাদের সূর্যের আলোর প্রয়োজন হবে।
আরও পড়তে পারেনঃ ব্ল্যাকহোল কী? ব্ল্যাকহোল কীভাবে সৃষ্টি হয়? ব্লাকহোলে পড়লে কি হবে?
কিভাবে দিক নির্ণয় করা যায়?
- প্রথমে কোথাও একটি কাঠি পুতে রাখবেন এবং ছায়ার শেষ প্রান্ত চিহ্নিত করুন।
- এরপর ১০-১৫ মিনিট পরে আবার ছায়ার শেষ প্রান্ত চিহ্নিত করুন।
- এই দুই বিন্দু একসাথে যোগ করলে যে লাইন পাওয়া যাবে সেটি হবে পূর্ব-পশ্চিম লাইন।
এখন প্রশ্ন হচ্ছে কোনদিকে পূর্ব আর কোনদিকে পশ্চিম?
- ১ম ছায়া হতে ২য় ছায়ার দিক পূর্বদিক।
- আর পূর্ব দিকের বিপরীত দিক পশ্চিম।
- পূর্বদিক আর পশ্চিম দিক বের করে বের করতে পারলে বাকি দিক সমূহ এমনিভাবে চলে আসবে।
- আপনি যদি পূর্ব দিকে মুখ করে থাকেন তাহলে হাতের বাম দিক হবে উত্তর দিক আর উত্তর দিকের ঠিক বিপরীত দক্ষিণ দিক।
- এইভাবে আপনি একটি দিক বের করতে পারলে বাকি সব দিক (দশ দিক) সহজেই বের করে ফেলতে পারবেন।
কম্পাস ছাড়া দিক চেনার আরো কিছু উপায়
এই পরীক্ষা ছাড়া কিছু সাধারণ জ্ঞানের মাধ্যমে আপনারা দিক চিহ্নিত করতে পারেন। যেমন:
- ভোরে সূর্য যেদিকে থাকবে সেদিকটি পূর্ব দিক এবং বিকেলের দিকে সূর্য যেদিকে থাকবে সেটি হবে পশ্চিম দিক।
- মন্দিরের প্রধান দরজা সর্বদা দক্ষিণ মুখী হয়ে থাকে।
- আমাদের বাংলাদেশে মসজিদের প্রধান দরজা পূর্বমুখী হয়ে থাকে।
- শুকতারা সর্বদা দক্ষিণ আকাশে দেখা যায়।
এসব ছোটখাটো কিছু বিষয় মাথায় রেখেও আমরা কোন যন্ত্রপাতি, ডিভাইস বা কম্পাস ছাড়াই দিক নির্ণয় করতে পারি।
মোবাইল দিয়ে দিক নির্ণয় করার উপায়
আপনার হাতে কি স্মার্টফোন রয়েছে? তাহলে হোম পেজে হিয়ে compass লিখে সার্চ করুন। যদি কোনো অ্যাপ খুঁজে পান তাহলে ওপেন করুন। এবার সামান্য নাড়িয়ে স্থির রাখুন। আপনি আপনার কাঙ্খিত দিক পেয়ে যাবেন।
যদি অ্যাপ খুঁজে না পান তাহলে গুগল প্লে স্টোর এ গিয়ে compass লিখে সার্চ করুন। অ্যাপ ডাউনলোড দিয়ে ওপেন করলেই দিক নির্ণয় করতে পারবেন।
তবে মনে রাখবেন, আপনার মোবাইলে যদি কম্পাস সেন্সর সাপোর্ট না করে তবে কম্পাস অ্যাপ কাজ করবেনা, যদিও এখন অধিকাংশ মোবাইলেই কম্পাস সেন্সর সাপোর্ট করে।