ঝলমল রোদেলা দিনে হঠাৎ বৃষ্টি কেন হয় !

মনে করেন আপনি সকালে উঠে দেখলেন আকাশে রোদ উঠেছে এবং গরম অনেক বেশি। তাই আপনি মনে করলেন কোথাও বেড়াতে যাবেন। তাই চিন্তা করলেন যে বিকালের দিকে রোদের তেজটা একটু কমলে যাবেন। কিন্তু বিকাল আসতে না আসতেই দেখলেন যে হুড়মুড়িয়ে বৃষ্টি নেমে আসল। তখন আর কিছুই করার থাকে না। আপনাকে অলস বিকেল কাটাতে হয়। এ বিষয়টি আমরা প্রায় সবাই কম বেশি দেখে থাকি যে সকালে বা দুপুরে প্রচুর রোদ কিন্তু বিকালের দিকে ঝড় এবং বৃষ্টি হয়। এটি সাধারণত গ্রীষ্মকালে বেশি হয়। আমরা অনেকেই জানি না এটা কিসের জন্য হয়ে থাকে। চলুন আমরা জেনে নিই ই এটি কিসের জন্য হয়।
বৃষ্টি কিভাবে হয়, মেঘ কিভাবে সৃষ্টি হয়, হঠাৎ বৃষ্টি কেন হয় !
হঠাৎ বৃষ্টি 
যখন কোন জায়গায় সুর্যের প্রচণ্ড তাপ থাকে তখন আমরা প্রচুর গরম অনুভব করি । কারণ পৃথিবীর ওই অংশ ও সূর্যের মধ্যে দূরত্ব অনেক কম থাকে। এজন্য সূর্যের রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে এসে পতিত হয় এবং আমরা প্রচুর গরম অনুভব করি। ঠিক একই কারণে ওই এলাকার বাতাস গরম হয়ে উপরে উঠে যায়। বাতাস গ্যাসীয় পদার্থের সমষ্টি। যেহেতু বাতাস গরম হচ্ছে তাই হালকা হয়ে উপরে উঠে যায়। তাই এজন্য এই এলাকাটিতে শূন্যতা বা নিম্নচাপের সৃষ্টি হয়। আর এই শূন্যতা পূরণের জন্য ঠিক তখন যেসব জায়গায় তাপমাত্রা কিছুটা কম সে সব জায়গা থেকে ঠাণ্ডা বাতাস এই নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয়। এজন্য ঝড়ের সৃষ্টি হয় বা প্রচুর বাতাস অনুভব করি আমরা। নিম্নচাপ অঞ্চল যত বড় হবে ঝড়ের পরিমাণ বাড়বে অর্থাৎ বাতাসও বেশি হবে। এখন বৃষ্টি কিভাবে হয় তা জেনে নিই। যখন শীতল বাতাস নিম্নচাপের গরম বাতাসের সংস্পর্শে আসে তখন বাতাসের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায় এবং অতিরিক্ত জলীয়বাষ্প মেঘের সৃষ্টি করে পরিশেষে বৃষ্টি রূপে নিচে পড়ে।

Leave a Comment