চমৎকার সব স্পাই গ্যাজেট

ছোটবেলায় আমরা সবাই কোনো না কোনো গোয়েন্দা গল্প পড়েছি। গোয়েন্দা গল্পে দেখতাম গোয়েন্দারা অপরাধীর পেছনে পেছনে যেত। দরজার আড়াল থেকে কথা শুনতো। ডাক বাক্স থেকে অপরাধের চিঠি আত্মসাৎ করতো। অপরাধের উৎস সন্ধান করতে বিভিন্ন প্রকার কষ্ট করতো গোয়েন্দারা।

এখন প্রযুক্তির যুগ। সবকিছু হয়েছে ডিজিটাল। তাই গোয়েন্দাগিরিও হয়ে গেছে অত্যাধুনিক। এখন অপরাধীরাও যেমন সতর্ক। গোয়েন্দারা তেমনি সতর্কতার সাথে গোয়েন্দা কার্য পরিচালনা করে থাকে।

তাইলে আপনিও এই ধরনের গোয়েন্দা কাজে অবদান রাখতে পারেন। এজন্য বাজারে এসেছে কয়েকটি spy গ্যাজেট। যা বাজেটের মধ্যেই ক্রয় করা যায়। অনলাইনে বিভিন্ন ই-কমার্স সাইটে পেয়ে যাবেন খুব সহজে।

১. Spy charger

আমরা চার্জার ব্যবহার করে থাকি সাধারণত মোবাইল, ল্যাপটপ, ব্লুটুথ হেডফোন অথবা ব্লুটুথ স্পিকার চার্জ করতে। নচেৎ এগুলো অনাদরে টেবিলের উপরে পড়ে থাকে অথবা লাগে লাগানো থাকে। কেউ কি কখনো ভাবতে পারে যে এই চার্জারের মাঝে আছে শক্তিশালী একটি ক্যামেরা ও মাইক্রোফোন।

Spy charger

হ্যা, বাস্তবে এমন চার্জার রয়েছে যার মধ্যে আছে ক্যামেরাও মাইক্রোফোন। যা প্লাগ ইন করার সাথে সাথে অন হয়ে যাবে এবং ভিডিও করা শুরু করবে। এর মধ্যে আছে এসডি কার্ড ভরার ব্যবস্থা। যাতে দীর্ঘক্ষণ ভিডিও সংরক্ষণ হতে পারে। কেউ ঘুণাক্ষরেও টের পাবে না যে আপনার ঘরে সিকিউরিটি ক্যামেরা বসানো আছে।

২. Spy water bottle

আমরা বাহিরে গেলে সাধারণত ওয়াটার বোতল সাথে নিয়ে যাই পানি পান করার জন্য। এটা খুবই প্রয়োজনীয় একটি জিনিস। কিন্তু খুবই স্বাভাবিক ও অসাধারণ। এর মধ্যেও যে বিশেষ কিছু থাকতে পারে তা কেউ কখনো কল্পনাও করতে পারবে না। এই বিশেষ ওয়াটার বোতলটিতে রয়েছে বিশেষ একটি ক্যামেরা। যা খুবই গোপন। এটা দিয়ে ক্রাইম রিপোর্টার বা সাংবাদিকেরা খুব সহজেই ভিডিও ধারণ করতে পারবে। কেননা এটাকে কেউ সন্দেহ করবে না।

Spy water bottle
Spy water bottle

৩. Spy bolt

এটা একটি সাধারন বোল্টের মতো দেখতে। কিন্তু এটা সাধারণ কিছু নয়। এই বোল্টের মাঝে আছে ফাঁকা জায়গা। যেখানে আপনি মেমোরি কার্ড অথবা চিপ সংরক্ষণ করতে পারবেন। এটা পানি নিরোধক। খুবই মজবুত। কারো চিন্তা কেউ আসবে না যে এটার মাঝে এত মূল্যবান জিনিস থাকতে পারে।

Spy bolt
Spy bolt

৪. Nano sense

আপনারা বিভিন্ন হলিউড মুভিতে দেখে থাকবেন যে, গোয়েন্দারা অপরাধী লোকেশন ডিটেক্ট করে অপরাধীকে ধরে। অপরাধীর লোকেশন করার জন্য তারা জিপিএস এর সাহায্য গ্রহণ করে। এইগুলো বিভিন্ন ডিজাইনের থাকে। বর্তমান তথ্যপ্রযুক্তিতে জিপির যন্ত্র খুবই ছোট হয়ে গেছে। সামান্য একটি কয়েন এর মতো বস্তুতেও জিপিএস যন্ত্র সেট করা যায়।

Nano sense
Nano sense

এটা একটি ছোট তীরের মতো দেখতে। যা দূর থেকে নিক্ষেপ করলে যে কোন কিছুতে বিঁধে যায় খুব সহজে। যা অপরাধী নজর এড়িয়ে থাকে। এটার সাথে একটি অ্যাপ রয়েছে যার দ্বারা আপনি লোকেশন ডিটেক্ট করতে পারবেন।

৫. Hindsight edge sport glass

আমরা রৌদ্রের প্রখরতা থেকে চোখকে বাঁচাতে সানগ্লাস ব্যবহার করে থাকি। যা সূর্যের প্রখর উত্তাপ থেকে চোখকে সুরক্ষা দেয়। কিন্তু আমরা কখনই সামনের দিকে তাঁকে পেছনে দৃশ্যাবলি সানগ্লাসের মাধ্যমে দেখতে পারি না।
এর জন্য সাইকেল চালাতে অনেক সময় বিভিন্ন ঝামেলা সম্মুখীন হতে হয়। মোটরসাইকেলে অবশ্য লুকিং গ্লাস দেওয়া থাকে।

Hindsight edge sport glass
Hindsight edge sport glass

তাই এটা এমন একটি সানগ্লাস যার দুই সাইডে লুকিং গ্লাসের মতো আয়না রয়েছে। এর ফলে পেছন থেকে কে আসছে বা যাচ্ছে তা আপনি সহজে দেখতে পারবেন পেছনে না তাকিয়েই। এটা একটি চমৎকার সানগ্লাস।

৬. Signal jammer

বিভিন্ন দেশের গোয়েন্দা বাহিনী বা পুলিশ প্রশাসনের কাছে সিগন্যাল জ্যামার থাকে। এর ফলে অপরাধীদের যোগাযোগ বিচ্ছিন্ন করা যায়। অপরাধীরা যদি নিজেদের মধ্যে যোগাযোগ না করতে পারে তাহলে তারা অনেক ক্ষেত্রেই সফল হতে পারে না। এইজন্যই সিগনাল জ্যামারের গুরুত্ব অনেক বেশি।

Signal jammer
Signal jammer

এটা একটি পোর্টেবল বা গ্রহণযোগ্য সিগন্যাল জ্যামার। যা ওয়াকি-টকির আকৃতির। অনেকগুলো এন্টেনা। যার ফলে তীব্র রেডিও সিগন্যাল চারদিকে ছড়িয়ে দেয়। এর ফলে অন্যান্য সিগনাল কাজ করে না। 3g, 4g, 5g, wi-fi, ওয়ারলেস কোন কিছুই কাজ করবে না। এর পরিধি প্রায় ১০০ ফুট।

৭. Protect 12061

এটা দেখতে অনেকটা ওয়াকিটকের মতো। কিন্তু এটা রয়েছে চমৎকার সব ক্ষমতা। আপনার ঘরে কোন গোপন ক্যামেরা বা মাইক্রোফোন লাগানো আছে কিনা তা খুঁজতে এটা সাহায্য করবো। এটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর রেডিও তরঙ্গ সনাক্ত করতে পারে। এর ফলে কেউ কোনো ডিভাইস দ্বারা আপনার ঘরে আড়ি পাতছে কি না তা সহজেই আপনি ধরতে পারবেন।

Protect 12061
Protect 12061

সতর্কতাঃ এই যন্ত্রগুলো মানুষের উপকারের জন্য তৈরি করা হয়েছে। এগুলোর অপব্যবহার করা ঠিক নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *