চমৎকার কিছু গ্যাজেট

আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন সব চমৎকার গেজেট নিয়ে হাজির হচ্ছি। আজকেও এর ব্যতিক্রম হয়নি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু অদ্ভুত রকমের গেজেট। যেগুলো হয়তো আপনি এর আগে কখনোই দেখেননি বা শোনেননি। এখানে আছে গ্যাজেট গুলোর কার্যকারিতা সম্পর্কে রিভিউ। আপনারা চাইলে এগুলো যে কোন অনলাইন ই-কমার্স সাইট থেকে ক্রয় করতে পারেন।

১. Kospet rock

ঘড়ি আমাদের জীবনের অপরিহার্য একটি যন্ত্র। এটা মহামূল্যবান সময়কে নির্দেশ করে। একসময় ঘড়ি ছিল বিলাসিতার বস্তু। খুব কম মানুষই ঘড়ি ব্যবহার করতো। কিন্তু যান্ত্রিক সভ্যতা আগানোর জন্য বিভিন্ন কলকারখানা তৈরি হয়েছে। যেগুলোতে সময় মোতাবেক কর্মযজ্ঞ পরিচালনা করতে হয়। এর ফলে ঘড়ির চাহিদা ব্যাপক পরিমাণে বেড়ে গেছে। পূর্বে স্প্রিং এর ঘড়ি ছিল। যা প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে দম দিতে হতো।
Kospet rock
Kospet rock
এরপর আসলো ইলেকট্রিক ঘড়ির যুগ। যার ফলে দম দেওয়ার দুশ্চিন্তা থেকে মুক্ত হলো মানুষ। ইলেকট্রিক ঘড়িগুলোর বিভিন্ন ডিজাইন ও মডেল বাজারে আসতে থাকলো। কিন্তু আজ আপনাদেরকে এমন একটি ঘড়ির কথা বলব যা সত্যিই অসাধারণ। এতদিন হয়তো আপনারা শুনেছেন পানির নিরোধক হোক ঘড়ির কথা। কিন্তু এই ঘড়িটা শুধু পানি বা ধুলো বালি নয়, ওজনও সহ্য করতে পারে। এর উপর দিয়ে ছোটখাটো গাড়ি চলে গেলেও এটার কিছুই হয় না। এটা খুবই মজবুত ম্যাটারিয়াল দিয়ে তৈরি। এর স্ক্রিন খুবই শক্ত।
যার ফলে ছুরির আঘাতেও এতে কোনো ক্র্যাচ পড়ে না। এটা প্রচন্ড ঠান্ডাতেও চলতে পারে। -২০° সেলসিয়াস পর্যন্ত এটা ঠান্ডা সহ্য করতে পারে। এর লিথিয়াম আয়ন ব্যাটারি দীর্ঘদিন পর্যন্ত ঘড়িটিকে থেকে সচল রাখতে সাহায্য করে।

২. Portable projector

আমরা সবাই কমবেশি প্রজেক্টর এর মাধ্যমে মুভি দেখেছি। এতদিন শুধুমাত্র হলের মাঝেই প্রজেক্টরের ব্যবহার সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন ছোট ছোট প্রজেক্টরও পাওয়া যাচ্ছে। যা দিয়ে অনেকেই ব্যক্তিগত থিয়েটার পরিচালনা করছে। বিশ্বকাপের সময় খেলা দেখা হয় এর মাধ্যমে। কিন্তু আজ আপনাদেরকে এমন একটি প্রজেক্টর কথা বলছে যেটা আপনি সাথে নিয়ে ঘুরতে পারবেন। এটা রিচার্জেবল।
Portable projector
Portable projector
যেখানে খুশি সেখানেই আপনি আপনার মিনি থিয়েটার তৈরি করতে পারবেন। এটা ৫০ ইঞ্চি থেকে ১৫০ ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে। এর মাধ্যমে আপনি মোবাইল থেকে সরাসরি ভিডিও প্লে করতে পারবেন। আপনি চাইলে ভিডিও গেমও এটা দিয়েই খেলতে পারবেন। এটা খুবই চমৎকার একটি ডিভাইস। সাধারণত বড় স্ক্রিনের টিভি চোখের ক্ষতি করে। কিন্তু প্রজেক্টর চোখের কোনো ক্ষতি করে না। তাই এটাকে টিভির বিকল্প হিসেবেও আপনি ব্যবহার করতে পারেন।

৩. Endoscopy camera

অনেক সময় ঘরে চিপা চাপায় ছোটখাটো জিনিস পড়ে যায়। বেসিনের ছিদ্র দিয়ে নাকফুল নিচে চলে যায়। তখন খুব ঝামেলা পোহাতে হয়। কিন্তু এটা এমন একটি ক্যামেরা যা সরু তারের মধ্যে ফিট করা। এই ক্যামেরা সাথে আছে ছোট ছোট ছয়টি এলইডি লাইট। যার ফলে খুবই পরিষ্কার ভিডিও করতে সক্ষম এর ক্যামেরা।
Endoscopy camera
Endoscopy camera
এই ক্যামেরার সামনে ম্যাগনেটিক ক্লিপ ফিট করা যায়। যা দিয়ে যেকোনো ধাতব বস্তু অনায়াসে উদ্ধার করা সম্ভব। এটা একটি মোবাইল অ্যাপ দিয়ে নিয়ন্ত্রণ করতে হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *