” মেগাপিক্সেল ” এই শব্দটি শুনেনি এমন হয়তো মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না । মোবাইল ফোন বা ডিএসএলআর ক্যামেরার সাথে ওতপ্রোতভাবে জড়িত এই মেগাপিক্সেল শব্দটি । মোবাইল কিনতে যাওয়ার সময় অনেকেই প্রথম টার্গেট থাকে ভালো ক্যামেরা । আর ক্যামেরা মানেই তো মেগাপিক্সেল, তাই না ? যদি আপনিও তাই জেনে থকেন, তবে বলে রাখি বহু বছর যাবত আমরা ভুল তথ্য জেনে আসছি । চলুন জেনে নেই মেগাপিক্সেল আসলে কি, ক্যামেরার মান কিসের উপর নির্ভর করে ।
মোবাইল ফটোগ্রাফি |
মেগাপিক্সেল কি ?
বর্তমানে সব ছবির রেশিও থাকে ৪:৩ । মনে করেন একটি ছবির মাপ ৮০০×৬০০ । এটি দেখে বোঝা যাচ্ছে ছবিটিতে প্রতি ইঞ্চিতে আনুভূমিকভাবে ৮০০ পিক্সেল এবং লম্বভাবে ৬০০ । আবার ছবির রেজুলেশন অর্থাৎ দৈর্ঘ্য ও প্রস্থ দুটিকে গুন করলে যা হবে তাই হবে ক্যামেরা মেগাপিক্সেল এর সমান। ৮০০×৬০০=৪৮০,০০০ বা .৪৮ মেগাপিক্সেল । মনে করুন, একটি ছবির সাইজ ৪০০০×৩০০০ । তাহলে এটি হবে ৪০০০×৩০০০=১২,০০০,০০০ বা ১২ মেগাপিক্সেল এর সমান ।
মেগাপিক্সেল বেশি হলে কি ছবি ভালো হবে ?
এ বিষয়টি আমরা চিন্তা করি যে যত বেশি মেগাপিক্সেল ছবি ততো ভাল । বিষয়টি কিন্তু তা নয় । মানে আপনার ক্যামেরা পিক্সেল সংখ্যা বেশি মানে আপনার ছবিটি ক্ষুদ্রতম অংশ বেশি । যেমন ১ মেগাপিক্সেল মানে ১০ লক্ষ পিক্সেল ১ মিলিয়ন পিক্সেল । ৫ মেগাপিক্সেল মানে ৫০ লক্ষ বা ৫ মিলিয়ন পিক্সেল । আপনি যদি বেশি মেগাপিক্সেল এর ক্যামেরা দিয়ে ছবি তোলেন তাহলে ছবির ক্ষুদ্রতম অংশের পরিমাণ অর্থাৎ ছবির দৈর্ঘ্য, প্রস্থ বাড়বে । পিক্সেল এর সংখ্যা বেশি হলেই ছবি ভালো হয় না । ছবি ভালো হবে না খারাপ হবে তা শুধুমাত্র পিক্সেলে সংখ্যার উপর নির্ভর করে না । পিক্সেল এর আকার , ক্যামেরার সেন্সর , ও লেন্সের উপর ও নির্ভর করে । যদি আপনার ফোন বা ডিএসএলআর এর ক্যামেরার সেন্সর অনেক ভাল হয় এবং লেন্স টা অনেক ভাল হয় তাহলে আপনি মেগাপিক্সেল কম হলেও অনেক ভালো ছবি পাবেন । পিক্সেল এর আকার বড় হলে বেশি পরিমাণ তথ্য সংরক্ষণ করতে পারবে । আইফোনে আগে ৮ মেগাপিক্সেলের বেশি কখনো দিতো না, কিন্তু আইফোনের এত জনপ্রিয়তা পাওয়ার একটা অন্যতম কারণ ছিল ক্যামেরা কোয়ালিটি । সুতরাং বেশি মেগাপিক্সেল মানেই যে ভালো ছবি তা ভুলে যান ।
তাহলে বেশি